কোথাও প্রশ্নফাঁস বা ডিজিটাল জালিয়াতির ঘটনা ঘটেনি: ঢাবি উপাচার্য

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস, ডিজিটাল জালিয়াতি বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।

শনিবার (২৯ এপ্রিল) চারুকলা অনুষদে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। চারুকলা অনুষদের আসন সংখ্যা প্রসঙ্গে উপাচার্য বলেন, এ মুহূর্তে আসন সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। চারুকলার এবারের ভর্তি পরীক্ষায় কোটাসহ আটটি বিভাগে মোটা আসন সংখ্যা ১৩০টি। মোট আবেদনকারীর সংখ্যা ৭ হাজার ৯৭ জন। কেন্দ্র সংখ্যা ছিল সাতটি। এর মধ্যে কলা অনুষদে চারটি এবং বাকি তিনটি সামাজিক বিজ্ঞান অনুষদে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২০ মে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, প্রশ্নপত্র ফাঁস কিংবা নানা ধরনের জালিয়াতির মূলোৎপাটনের একটি উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম। সে সূত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের বিভিন্ন সংস্থার সহযোগিতায় তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply