কানাডার টি-টোয়েন্টি লিগে আইকন ক্রিকেটার সাকিব

|

ছবি: সংগৃহীত

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া সাকিবের সঙ্গে একই দলে আইকন ক্রিকেটার হিসেবে থাকবেন ওয়েস্ট-ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসরের ড্রাফট অনুষ্ঠিত হয় ১৩ জুন। সেখানে মার্কি ক্যাটাগরিতে সাকিব ও রাসেলকে দলে যুক্ত করে মন্ট্রিয়ল টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। সাকিব-রাসেল ছাড়াও এবারের আসরে দল পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, অ্যালেক্স হেলস, ক্রিস গেইলের মতো তারকারা।

আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় আসর, যা ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ৬ আগস্ট। এবারের আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে।

এবারের আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে। প্রতিটি দলে ১৬ জন করে খেলোয়াড় থাকবে। ১৮ দিনের এই আসরে সব মিলিয়ে ম্যাচ হবে ২৫টি। এর আগে এই টুর্নামেন্টে খেলেছেন ক্রিস গেইল, যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো ক্রিকেটাররা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply