মইন আলীর জায়গায় ইংল্যান্ড স্কোয়াডে রেহান আহমেদ

|

ছবি: সংগৃহীত

লেগ স্পিনার রেহান আহমেদ অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন। ২৮ জুন অনুষ্ঠিতব্য লর্ডস টেস্টে মইন আলীর পরিবর্তে মাঠে দেখা যেতে পারে আঠারো বছর বয়সী এই স্পিনারকে। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

গত বছর ডিসেম্বরে করাচিতে রেহান আহমেদের অভিষেক হয়। ১৮ বছর ১২৬ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে ইংল্যান্ডের হয়ে খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটারে পরিণত হন রেহান। অভিষেক ম্যাচেই ৫ উইকেট লাভ করেন তিনি।

অবসর ভেঙে ২১ মাস পর এজবাস্টন টেস্টে খেলতে নেমে আঙুলে চোট পান মইন আলী। ‘স্পিনিং ফিঙ্গার’এ ফোস্কা পড়ায় বোলিং করতে বেশ অসুবিধা পোহাতে হয় তাকে। দীর্ঘদিন টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকার কারণেই এমন চোটের কবলে পড়তে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার চোট নিয়ে উদ্বেগ থাকায় ইংল্যান্ড স্কোয়াডে ডাক পেলেন রেহান।

দ্বিতীয় টেস্ট শুরু হতে হতে মইন আলী পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তিনি সেরে না উঠলে রেহান আহমেদকে মাঠে নামতে দেখা যেতে পারে। রেহান আহমেদ মূলত লেগ স্পিনার। তবে মইন আলীর মতো ব্যাট হাতেও পারফর্ম করতে সক্ষম। এ মৌসুমে লেস্টারশায়ারের হয়ে ৩৮.৪৫ গড়ে ৪২৩ রান সে কথাই বলে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply