বাজবলেই বিশ্বাসী ইংল্যান্ড; লর্ডসে এগিয়ে অজিরা

|

ছবি: সংগৃহীত

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে বুধবার (২৮ জুন) মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে একাদশে একটি পরিবর্তন আনছে ইংলিশরা। লর্ডসে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এই মহারণ।

৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আক্রমণাত্মক ক্রিকেট খেলেও অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরেছে ইংল্যান্ড। তাই লর্ডস টেস্টে জয় তুলে সিরিজে ফিরতে মরিয়া স্বাগতিকরা। বাজবল তত্ত্ব অব্যাহত রেখে প্রথম টেস্টের চেয়ে আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলতে চায় ইংলিশরা। স্পিন অলরাউন্ডার মঈন আলীর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকে ৫ উইকেট নেয়া পেসার জশ টং।

অন্যদিকে, সিরিজের প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচেও জয় পেতে মরিয়া অস্ট্রেলিয়া। যদিও অজিদের একাদশ এখনও চুড়ান্ত হয়নি। তবে ১৫ সদস্যের দল থেকে দ্বিতীয় টেস্টের জন্য ১২ সদস্যের নাম ঘোষণা করেছে অজিরা। দলের ১০টি স্পট চুড়ান্ত। ১১ নম্বর জায়গাটা কন্ডিশন বিবেচনায় শেষ মুহুর্তে দেয়া হবে স্টার্ক অথবা বোল্যান্ডের মধ্যে যে কোনো একজনকে।

লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের রেকর্ড মোটেও ভালো নয়। লর্ডসে ৩৭বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরমধ্যে মাত্র ৭বার জিতেছে ইংলিশরা। ১৫বার জয় আছে অস্ট্রেলিয়ার। ড্র হয়েছে ১৫টি ম্যাচ।

ইংল্যান্ডের একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, জো রুট, ওলি পোপ, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসন, জশ টং,

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ : ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজেলউড, নাথান লায়ন, মিচেল স্টার্ক/ স্কট বোল্যান্ড।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply