নারী নয়, আমার জীবনের প্রথম প্রেম পুরুষ: কবীর সুমন

|

সমকামিতা কোনও অপরাধ নয়- এমনটাই মনে করেন কবীর সুমন। জানালেন তার জীবনের প্রথম প্রেমও নাকি কোনও নারী নয়। দেবাশিস নামের এক কিশোর। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত সমকামী সমাজ। খুশি কবীর সুমন নিজেও।

কলকাতার সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই গায়ক বলেন, “এই ঐতিহাসিক রায় শুনে আমি গর্বিত। কিশোর বেলার পুরুষ প্রেম নিয়ে ‘দেবাশিস’ গানটা লিখেছিলাম ২০১৩ সালে। তখন আমি সাংসদ। প্রেমে পড়েছিলাম দেবাশিস নামের এক কিশোর বন্ধুর। তাকে আদর করতাম। চুমু খেতাম। স্কাউটের ক্যাম্পে যেতাম। পাশাপাশি বিছানায় থাকার চেষ্টা করতাম। সেই আনন্দ তুলনাহীন। পরে একাধিক নারী আমার জীবনে এসেছে। কিন্তু দেবাশিসের সঙ্গে আমার প্রেমের অভিজ্ঞতা অনন্য।”

২০১৩ সাল নাগাদ এই ঘটনাটিকে নিজের গানের মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন সুমন। সেই গানটি নাড়িয়ে দিয়েছিল ভক্তদের। আইনের ৩৭৭ ধারার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেই গানটিতে।

সূত্র: kolkata24x7.com


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply