বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর মাস দেড়েক আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে সাকিব আল হাসানের দল।

বুধবার (২৩ আগস্ট) অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপের আয়োজক ভারতের তিনটি শহরে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে খেলাগুলো। ভেন্যুগুলো হলো গুয়াহাটি, হায়দরাবাদ ও থিরুবানান্থাপুরাম।

প্রথম দিনেই মাঠে গড়াবে বাংলাদেশের ম্যাচ। ২৯ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। এরপর ২ অক্টোবর একই ভেন্যুতে ইংল্যান্ডকে মোকাবিলা করবে টাইগাররা।

প্রস্তুতি ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে দুপুর ২টা ৩০ মিনিটে। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডের সবাইকেই প্রতিটি ম্যাচে খেলাতে পারবে দলগুলো।

ছবি: সংগৃহীত

প্রস্তুতি ম্যাচের সূচি-

২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা, গুয়াহাটি।
২৯ সেপ্টেম্বর পাকিস্তান-নিউজিল্যান্ড, হায়দরাবাদ ।
২৯ সেপ্টেম্বর আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা, থিরুবানান্থাপুরাম।

৩০ সেপ্টেম্বর ভারত-ইংল্যান্ড, গুয়াহাটি।
৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস, থিরুবানান্থাপুরাম।

২ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড, গুয়াহাটি।
২ অক্টোবর নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, থিরুবানান্থাপুরাম।

৩ অক্টোবর আফগানিস্তান-শ্রীলঙ্কা, গুয়াহাটি।
৩ অক্টোবর ভারত-নেদারল্যান্ডস, থিরুবানান্থাপুরাম।
৩ অক্টোবর পাকিস্তান-অস্ট্রেলিয়া, হায়দরাবাদ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply