স্প্যানিশ লা লিগায় গোল উৎসব করেছে জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। রায়ো ভায়োকানোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ডিয়েগো সিমিওনির দল।
নিজেদের ঘরের মাঠ এস্তাদিও ডি ভ্যালেকাস স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেয় রায়ো ভায়োকানো। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই অ্যাটলেটিকোর হয়ে গোল উৎসব শুরু করেন আঁতোয়ান গ্রিজমান। ১৫ মিনিটে মেমফিস ডিপাই দলের ব্যবধান দিগুণ করেন। ৩৬ মিনিটে অ্যাটলেটিকোকে তৃতীয় গোল এনে দেন আর্জেন্টাইন রাইট ব্যাক নাউয়েল মোলিনা। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।
চতুর্থ গোলের জন্য সিমিওনির শিষ্যদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত। বদলি হিসেবে নামা স্ট্রাইকার আলভারো মোরাতা নাম তোলেন স্কোর শিটে। ৭৯ মিনিটে গোল উৎসবে যোগ দেন আরেক আর্জেন্টাইন স্ট্রাইকার আনহেল কোরেয়া। ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের হয়ে ষষ্ঠ গোল করেন মোরাতা। দুই মিনিট পর স্প্যানিশ মিডফিল্ডার মার্কো লরেন্তে গোলের দেখা পেলে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিমিওনির দল। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ৩য় স্থানে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে রিয়াল মাদ্রিদ।
/আরআইএম
Leave a reply