ফাইনালে থিকসানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে নামতে পারেননি শ্রীলঙ্কান স্পিনার মাহিশ থিকসানা। সেই থেকেই গুঞ্জন শুরু হয়েছিল, ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে পারবেন তো থিকসানা! শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। ইনজুরির কারণে ফাইনাল থেকে ছিটকে গেছেন দলটির তারকা স্পিনার থিকসানা।

থিকসানার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, থিকসানার গ্রেড থ্রি ইনজুরি হয়েছে। তবে এই চোট খুব একটা গুরুতর নয়। যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ, তাই থিকসানাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট।

রোববার (১৭ সেপ্টেম্বর) ঘরের মাঠে এশিয়া কাপের শিরোপা নির্ধারনী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। একদিন আগে থিকসানার এই চোট নিশ্চিতভাবেই ভোগাবে লঙ্কানদের। এদিকে, থিকসানার জায়গায় সাহান আরাচিগিকে দলে নিয়েছে লঙ্কান টিম ম্যানেজম্যান্ট।

এশিয়া কাপে দারুণ ফর্মে ছিলেন থিকসানা। পাঁচ ম্যাচ খেলে শিকার করেছেন ৮টি উইকেট। এছাড়াও চলতি বছর ওয়ানডেতে তার উইকেট ৩১টি, শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার মাহিশ থিকসানা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply