এখনও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত ৪০ শতাংশ গ্রাহক

|

মহাখালীর খাজা টাওয়ারে গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) লাগা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্টারনেট সরবরাহকারীদের আন্তঃসংযোগ এক্সচেঞ্জ-আইসিএক্স। এতে ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) বলছে, এখনও ৪০ শতাংশ গ্রাহক সেবার বাইরে আছে। ভবনে বিদ্যুৎ সংযোগ না থাকায় সেবা দেওয়া যাচ্ছে না।

এদিকে, খাজা টাওয়ার ভবনটি ফায়ার সার্ভিস থেকে বুঝে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকেই ভবনটির বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ভেতরে প্রবেশ করার চেষ্টা করলেও তাদের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

ভবনটিতে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করার দাবি জানিয়েছে আইএসপিবির নেতারা। নয়তো সেখানে থাকা ডেটা সেন্টারে থাকা ডিভাইসগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অনুমতি চাইছেন তারা।

গতকাল বিকালে ভবনটিতে আগুন লাগে। ১৪ তলা ভবনটিতে লাগা অগ্নিকাণ্ডে ৩ জন মারা যান। আহত হন বেশ কয়েকজন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply