রাজধানীর দিয়াবাড়িতে বাসে আগুন

|

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের দিয়াবাড়িতে ট্রান্স সিলভা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেল থেকে বলা হয়েছে, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দিয়াবাড়ির রয়েল সিটি গেট এলাকায় আগুনের ঘটনাটি ঘটেছে।

এর আগে সন্ধ্যায় যাত্রাবাড়ীর মাতুয়াইলে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। দুপুরে শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরকারের পদত্যাগসহ নানা দাবিতে বিএনপি এবং যুগপৎ আন্দোলনে তাদের সঙ্গী বিভিন্ন রাজনৈতিক দল ও জামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায় শেষ হবে এই দফার অবরোধ কর্মসূচি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply