শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করলো আইসিসি

|

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। দেশটির ক্রিকেটে সরকারের হস্তক্ষেপই মূল কারণ, এমনটাই জানা গেছে আইসিসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ পুরোনো। গত কিছুদিনে আলোচনায় লঙ্কান ক্রিকেটে সরকারের হস্তক্ষেপ। এরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিশ্বকাপে শ্রীলঙ্কার সব ম্যাচ শেষ হওয়ার একদিন পরেই দেশটির সদস্যপদ স্থগিত করল আইসিসি।

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসি বোর্ড আজ সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।

নভেম্বর মাসের ১৮-২১ তারিখ আইসিসির সভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান দুরাবস্থা দেখে শুক্রবার অনলাইনেই আলোচনা করে দেশটির সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড। নিজেদের সিদ্ধান্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দিয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে তা আইসিসির বোর্ড সভা শেষে ২১ নভেম্বর জানানো হবে।

দেশটির ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ রয়েছে অনেকদিন ধরে। সেই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপে বোর্ডের কার্যক্রমও বাঁধাগ্রস্ত হয়েছে অনেকবার। এবার এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল দেশটি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply