চাঁপাইনবাবগঞ্জে রির্টানিং কর্মকর্তার বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ

|

স্টাফ করেসপনডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বাসভবনের পাশের অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, এ সময় টেনিস কোর্টে পরপর বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কোর্টে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ সময় বিস্ফোরণের শব্দে জেলা প্রশাসক একেএম গালিভ খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে পুলিশ সুপার ছাইদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানা গেছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, পাশের পুরাতন স্টেডিয়াম মাঠ থেকে টেনিস কোর্টে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে আতঙ্ক ছড়াতে এমনটি করা হয়েছে। ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সুপারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। সিসিটিভি ক্যামেরা দেখে অপরাধীদের শণাক্তের চেষ্টা চলছে।

এছাড়া একই দিনে সন্ধ্যা ৭টার দিকে শহরের শান্তিমোড় মাইক্রোষ্টান্ডে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

/এএস/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply