এফআইসিসিআই’র প্রেসিডেন্ট জাভেদ আখতার

|

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাভেদ আখতার। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও এজাজ বিজয়ের স্থলাভিষিক্ত হবেন।

এফআইসিসিআই’র বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়। তিনি ২০২৪-২০২৫ মেয়াদে সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাভেদ আখতার বর্তমানে ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, বিশ্বের ৩৫টি দেশের বহুজাতিক কোম্পানি ও বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআই। আন্তজার্তিক বাণিজ্য ও বিনিয়োগ পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, গবেষণার ভিত্তিতে মার্কেট ইন্টেলিজেন্স প্রচার ও সংগঠনের সদস্যরা উপকৃত হয় এমন নীতিমালা প্রণয়নের মাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply