বাংলাদেশে আসছেন ডি মারিয়া

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজের পর এবার বাংলাদেশে আসছেন ‘ম্যান ইন ফাইনাল’ খ্যাত অ্যাঞ্জেল ডি মারিয়া। গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন ঢাকায় মার্টিনেজ ও রোনালদিনহোকে আনা ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

চলতি বছরের মে-জুনের মধ্যেই বাংলাদেশ সফরে আসবেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার । কলকাতা হয়ে বাংলাদেশে এসে দেড় দিন ঢাকায় থাকবেন এই সুপারস্টার। বাংলাদেশের ভক্তদের সাথে সাক্ষাৎ করবেন তিনি।

কলকাতা থেকে শতদ্রু দত্ত বলেন, ২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব (পোর্তো) থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেনি। ২৪ সালের মে’র শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবে এটা নিশ্চিত।

এর আগে, শতদ্রু দত্তের উদ্যোগে গত ৩ জুলাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক মার্টিনেজ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন। গত ১৮ অক্টোবর ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোকেও ঢাকায় এনেছিলেন শতদ্রু।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply