মেডিকেল ল্যাবরেটরির নিচে হামাসের আস্তানা

|

গাজায় মেডিক্যাল ল্যাবটেরির নিচে হামাসের অস্ত্রাগার

গাজায় মেডিক্যাল ল্যাবটেরির নিচে হামাসের অস্ত্রাগার

গাজায় একটি মেডিক্যাল ল্যাবরেটরির নিচে মিলেছে হামাসের রকেট তৈরিতে ব্যবহৃত অস্ত্র কারখানা। সেন্ট্রাল গাজা স্ট্রিপের বুরেজে এক বিবৃতিতে এমন দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আরব নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার দাবির স্বপক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সামরিক বিভাগ আইডিএফ। বলা হয়, হামাসের আস্তানায় পাওয়া গেছে রকেট লঞ্চার, বিস্ফোরক, গ্রেনেড, কার্টিজ, রাইফেল ও যোগাযোগের ডিভাইস। এছাড়াও খান ইউনিসে অভিযানের একটি নতুন ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। হামাসের আস্তানা ও অস্ত্রাগার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েলি বাহিনী। অভিযানে হামাস যোদ্ধাদের বড় ধরণের প্রাণহানি হয়েছে বলে জানায় আইডিএফ।

এর আগে, গত ৭ অক্টোবর, ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন অভিযান চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই উপত্যকায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। যাতে এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে ৩০ হাজার।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply