ইনজুরিতে বাংলাদেশ সফর শেষ মাদুশঙ্কার

|

ছবি- সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। ওভারের মাঝপথে টান পেয়ে উঠে গিয়েছিলেন মাঠ ছেড়ে। এরপর ওই ওভারটি শেষ করেন লিয়ানাগে। তখনেই শঙ্কা জেগেছিল তাকে নিয়ে। অবশেষে জানা গেল ইনজুরিতে ছিটকে গেছেন তিনি।

বাংলাদেশ সফরে আর খেলা হবে না এই পেসারের। দেশে ফিরে পুনর্বাসনে থাকবেন মাদুশঙ্কা। রোববার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে, মাদুশঙ্কার চোটের এমআরআই রিপোর্ট ভালো আসেনি।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৪ ও ৩০ রানে ২টি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ খেলে কোনো উইকেট পাননি।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ সোমবার (১৮ মার্চ)। সিরিজের প্রথম দুই ম্যাচ ১-১ সমতায় থাকায় ম্যাচটি হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে মাদুশঙ্কার সার্ভিস পাবে না সফরকারীরা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply