৫ম বারের মতো প্রেসিডেন্ট হলেন পুতিন

|

৫ম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৮৭ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। বিজয়ী হওয়ার পর পুতিন দাবি করেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে স্বচ্ছ রাশিয়ার গণতান্ত্রিক ব্যবস্থা।

যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই অবশ্য নিরঙ্কুশ বিজয়ের দাবি করেন পুতিন। দলীয় কর্মীদের সমাবেশে বিজয়ীর ভাষণ দেন তিনি। ভোটারদের ভোটদানে উৎসাহিত করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আরও তিন প্রার্থী থাকলেও, কেউই দাঁড়াতে পারেননি পুতিনের সামনে।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া ঘোষণা অনুযায়ী ৪ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতোনভ। বাকী দু’জনের ভাগ্যে জুটেছে আরও কম। রাশিয়ায় নির্বাচনে শুক্র থেকে রবি তিনদিনব্যাপী চলে ভোটাভুটি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply