উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

|

আবারও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। সোমবার (১৮ মার্চ) কোরীয় উপদ্বীপের পূর্বে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে দেশটি। এক প্রতিবেদনে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেশি জাপান ও দক্ষিণ কোরিয়া। জাপানি কোস্টগার্ড জানিয়েছে, স্থানীয় সময় ভোরে বেশ কয়েকটি মিসাইল ছুড়েছে পিয়ংইয়ং। সবগুলোই পড়েছে সাগরে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সংসদীয় অধিবেশনে বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কোরিয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমায় পড়েছে। টোকিওর দাবি, সেটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল।

এদিকে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ১০ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শেষ হয় গত বৃহস্পতিবার। জবাবে, সামরিক তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়াও।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply