ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গোডাউন থেকে চুরি করে নিয়ে গেছে প্রায় ৪০০ মণ ধান। রোববার (১৭ মার্চ) গভীর রাতে শহরের ডাকবাংলা বাজারের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী জোয়ার্দ্দার রাইস মিলের স্বত্বাধিকারী শামীম হোসেন জানান, তার রাইস মিলের চাল উৎপাদনের জন্য ওই গোডাউনে ধান রাখা হয়। গভীর রাতে চোরচক্র সেই গোডাউনের সামনে ট্রাক রেখে তালা ভেঙে সেখানে প্রবেশ করে। এরপর সেখান থেকে চারশো মন ধান নিয়ে ট্রাকে ওঠে বলে ধারণা করা হচ্ছে। ট্রাকের চাকার স্পষ্ট দাগ গোডাউনের সামনের রাস্তায় দেখা যায়।
এ ব্যাপারে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সোহাগ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ আসেনি। মৌখিক ভাবে শুনে আমরা চুরি হওয়া ধান উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।
উল্লেখ্য, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানিয়েছেন, এ ঘটনায় পুলিশ ক্যাম্পে তিনি অভিযোগ দায়ের করেছেন ।
/এমএইচআর
Leave a reply