লাল কার্ড সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও অন্যায্য: জাভি

|

ছবি: সংগৃহীত

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের দারুণ জয়ের দিনে ভীষণভাবে উচ্ছ্বসিত কোচ জাভি হার্নান্দেজও। চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর এবার লা লিগার ম্যাচেও আনন্দে ভাসলো গোটা দল।

তবে আনেন্দর উল্টো পিঠেই যেন রয়েছে বিষাদের চিত্র। বার্সার গুরুত্বপূর্ণ জয়ের দিনে কোচ জাভিকে দেখতে হয়েছে লাল কার্ড। ছাড়তে হয়েছে ডাগ আউট। লেভানদোভস্কি ও গুন্দোগানের ফাউলের শিকার হলে প্রতিবাদ জানিয়ে রেফারির লাল কার্ড দেখেন তিনি।

দলের বড় এই জয়ের দিনে লাল কার্ডের ক্ষোভ কিছুটা ধামা চাপা পড়েছে কাতালান কোচের কাছে। পূর্ণ পয়েন্ট পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ জানিয়ে এই কাতালান কোচ বলেন, রেফারি কার্ড দেখানোটা অন্যায্য ছিল। ম্যাচ শেষে জাভি হার্নান্দেজ বলেন, আমার কাছে দলের জয়টা সবার আগে। হিট অব দ্য মোমেন্টে নানা অঙ্গভঙ্গি করি আমি, যাতে আমার দল জেতে। তবে এই লাল কার্ড সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও অন্যায্য। এখানে আসলে করার কিছুই নেই। রেফারির সিদ্ধান্ত আপনাকে মানতেই হবে।

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে বার্সেলোনার সামনে। এমনকি পয়েন্ট টেবিলে অনেক পিছিয়ে থাকলেও লা লিগা’র আশাও ছাড়ছেন না জাভি। বার্সা কোচ বলেন, বার্সেলোনা কখনো হাল ছেড়ে দেয়ার পাত্র নয়। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। আরও উন্নতির পাশাপাশি গুরুত্বপূর্ণ দুটি ট্রফির লড়াই চালিয়ে যাব আমরা।

লা লিগায় অ্যাটলেটিকোর সাথে জয়ের পর ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply