নাটোরে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের চারটি উপজেলার বেশ কিছু এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার বড়াইগ্রাম, সিংড়া, গুরুদাসপুর এবং লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় আলাদা আলাদা সময়ে ভারী ও হালকা বৃষ্টির সঙ্গে ব্যাপক শিলা পড়তে থাকে।

রাতে হঠাৎ মেঘের গর্জন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। এসব এলাকায় শিলাবৃষ্টির স্থায়িত্বকাল ৮ মিনিট থেকে ১০ মিনিট ছিল বলে জানা গেছে। এসময় দমকা বাতাসও প্রবাহিত হয়। এতে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা না গেলেও আম, লিচু, গম, সরিষাসহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, জেলার বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান করতে কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেয়া রয়েছে। তারা আমাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিলে ক্ষতির পরিমাণ জানা যাবে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply