টানা ১৮ ইনিংস রানহীন নাহিদ রানার দখলে ‘শূন্য’র বিশ্ব রেকর্ড

|

ছবি- সংগৃহীত

ব্যাট হাতে রান করাটা কখনো সবচেয়ে কঠিন কাজ। একজন বোলার যখন ব্যাট করতে নামেন তখন এই ব্যাটিংটাই যেন পৃথিবীর সবচেয়ে দুর্বোধ্য কাজ হয়ে ওঠে। এর প্রমাণ হিসেবে আছে হরেক রকমের রেকর্ড। ব্যাট হাতে এমনই এক লজ্জার বিশ্ব রেকর্ডের মালিক বাংলাদেশের নাহিদ রানা!

প্রথম শ্রেণির ক্রিকেটে নাহিদ রানার অভিষেক হয় ২০২১-২২ মৌসুমের জাতীয় লিগে। সেবার তিনি খেলেছিলেন রাজশাহীর হয়ে। ১৬ ম্যাচের ক্যারিয়ারে ২১ বার ব্যাট হাতে মাঠে নেমেছেন তিনি। তবে মাত্র তিন ইনিংসে রান পেয়েছেন রানা। এই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ১১ রান। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর প্রথম ইনিংসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়েছিলেন রানা। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয়নি তাকে।

প্রথম শ্রেণির ক্রিকেটে টানা রানহীন ইনিংসের মালিক:

ইনিংসব্যাটসম্যানদেশমৌসুম
১৮নাহিদ রানাবাংলাদেশ২০২২/২৩–২০২৩/২৪
১২মার্ক রবিনসনইংল্যান্ড১৯৯০
১১ফয়সাল ইয়াসিনপাকিস্তান২০১৩/১৪–২০১৪/১৫
১১মোহাম্মদ দিলশাদশ্রীলঙ্কা২০১৪/১৫–২০১৬/১৭
১১খালেদ আহমেদবাংলাদেশ২০২১/২২–২০২২

বিকেএসপিতে পরের ম্যাচে ঢাকা মহানগরের বিপক্ষে রাজশাহীর প্রথম ইনিংসে ৩ বলে ৪ রান করার পথে একটি বাউন্ডারিও মারেন তিনি। সিলেটে টেস্ট অভিষেকে দুই ইনিংসে কোনো রান পাননি রানা। প্রথম ইনিংসে ৮ বলে ০ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় ইনিংসে ফিরেছেন অষ্টম বলেই। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে টানা ১৮ ইনিংসে রানের দেখা পাননি রানা।

নিজের পরের মৌসুমে রাজশাহীর প্রথম ম্যাচে একবার ব্যাটিং করে ৩ রানে অপরাজিত থাকেন। পরের ম্যাচেও একবার ব্যাটিং করে ৪ রান করেন রানা। এরপর লিগ, কিংবা জাতীয় দল মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ১৮ ইনিংসে রানের খাতা খুলতে পারেননি ২১ বছর বয়সী এই পেসার। ২২৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ইংল্যান্ডের মার্ক রবিনসন ১৯৯০ সালে টানা ১২ ইনিংসে রান করতে পারেননি।

১৮ ইনিংসে ৬ বার অপরাজিত থাকা রানা টানা সর্বোচ্চ ৫ ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড টানা ৬ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ১২ জন ক্রিকেটার। এই তালিকায় রয়েছে বাংলাদেশি একজনের নামও। সিলেটের পেসার ইমরান আলী ২০১৭-১৮ ও ২০১৯-২০ মৌসুম মিলিয়ে টানা ছয় ইনিংসে ‘ডাক’ মেরেছিলেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply