ফ্লোরিডায় ১৪ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ

|

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৪ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। সোমবার (২৫ মার্চ) এ সম্পর্কিত একটি বিলে স্বাক্ষর করেছেন রাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস। জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়, ১৪ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। এর পাশাপাশি ১৪ থেকে ১৫ বছর বয়সীদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের জন্য বাবা-মার অনুমতির (প্যারেন্টাল কনসেন্ট) প্রয়োজন হবে। মূলত অনলাইন ঝুঁকি ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যের রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভা একটি বিল পাস করেছিল, যা ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করে। তবে সেই বিলে ভেটো দিয়েছিলেন ডিস্যান্টিস।

তিনি বলেছিলেন, এই বিল অভিভাবকের অধিকার সীমিত করেছে। বিলের সংশোধিত সংস্করণে ১৪ থেকে ১৫ বছর বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবকের অনুমতির বিষয়টি উল্লেখ আছে। আগামী ১ জুলাই থেকে আইনটি কার্যকর হবে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply