ক্যারিবিয়ান সাগরে মাদকের বিশাল চালান জব্দ

|

ক্যারিবিয়ান সাগরে ফিল্মি কায়দায় ধাওয়া করা হলো মাদক কারবারীদের। দুর্ধর্ষ অভিযানে জব্দ করা হলো মাদকের বিশাল চালান। বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে অ্যাটলাস নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ার নৌবাহিনীর নেতৃত্বে চালানো হয় এই যৌথ অভিযান। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করে দেশটির কর্তৃপক্ষ।

ভিডিওতে দেখা যায়, চোরাকারবারীদের স্পিডবোট নিয়ে ধাওয়া করে নেভি সদস্যরা। প্রচণ্ড গতিতে নৌযান নিয়ে পালাচ্ছিলো মাদক ব্যবসায়ীরা। এক পর্যায়ে নৌযানটিকে ধরতে সক্ষম হয় নৌবাহিনী। আটক করা হয় ৬ জনকে। জব্দ করা হয় ৩ টনেরও বেশি কোকেন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১৩ মিলিয়ন ডলার। দেশটিতে, চলতি বছর জব্দকৃত মাদকের সবচেয়ে বড় চালান এটি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply