কোহলির ব্যাটে কলকাতার বিপক্ষে বড় সংগ্রহ বেঙ্গালুরুর

|

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের দশম ম্যাচে আগে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৮২ রান সংগ্রহ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার (২৯ মার্চ) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ৮৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে এ সংগ্রহ পায় ফাফ ডু প্লেসির দল।

শুরুতে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি। কিন্তু বড় জুটি গড়ার আগেই ভেঙে যায় এই দুই স্টারের পার্টনারশিপ। দলীয় ১৭ রানে দ্বিতীয় ওভারের শেষ বলে আউট হন ফাফ। ব্যক্তিগত ৮ রানে হর্ষিত রানার বলে স্টার্কের হাতে তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তিনি।

এরপর ৬৫ রানের জুটি গড়েন কোহলি-ক্যামেরন গ্রিন। ২১ বলে ৩৩ রান করে রাসেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন গ্রিন। দলীয় সংগ্রহ তখন ৯ ওভার শেষে ৮২ রান। ম্যাক্সওয়েলের ব্যাট আজ হাসতে গিয়েও বড় ইনিংস গড়তে ব্যর্থ হয়। ২৮ রানে সুনিল নারিনের বলে রিঙ্কু সিংয়ের ক্যাচে পরিনত হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

রজত পতিদার ও অনুজ দুজনের ব্যাট থেকেই আসে ৩ রান। শেষ বলে রান আউট হবার আগে দীনেশ কার্তিক খেলেন ৮ বলে ২০ রানের ইনিংস। ৫৯ বলে দুর্দান্ত ৮৩ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। কোহলির ইনিংসে ছিল ৪টি করে চার ও ছয়ের দারুন একেকটি শট। ইনিংসে অতিরিক্ত রান আসে মাত্র ৪।

কলকাতার পক্ষে ২টি করে উইকেট নেন হর্ষিত রানা ও আন্দ্রে রাসেল। ১টি উইকেট পান সুনিল নারিন। গত ম্যাচের মতো এ ম্যাচেও নিষ্প্রভ ছিলেন তারকা পেসার মিচেল স্টার্ক।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply