প্যারিসের ম্যাচটির চেয়েও ভালো পারফরম্যান্স চাই: জাভি

|

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের জায়গা নিশ্চিত করার শেষ হার্ডলে ১ গোলের লিড নিয়ে মাঠে নামবে বার্সেলোনা। ১ম লেগে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার নৈপুণ্যে ৩-২ গোলে জয় পায় কাতালুনিয়ার ক্লাবটি। দ্বিতীয় লেগের ম্যাচটি সহজ হবে না বলে জানিয়েছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এই স্প্যানিয়ার্ডের মতে, আমাদের আরও বেশি লড়াই করতে হবে। প্যারিসের ম্যাচটির চেয়েও ভালো পারফরম্যান্স চান জাভি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে বার্সেলোনা। খেলাটি শুরু হবে আজ দিবাগত রাত ১টায়।

প্রথম লেগে পিএসজির মাঠ থেকে ৩-২ গোলে জিতে এসেছিল জাভি হার্নান্দেজের দল। যার কারণে দ্বিতীয় লেগে মাঠে নামার আগে কিছুটা হলেও এগিয়ে থাকবে কাতালান ক্লাবটি। তবে ম্যাচটা চ্যাম্পিয়নস লিগের আর প্রতিপক্ষ দলে কিলিয়ান এমবাপ্পের মতো তারকা ফুটবলার থাকায় বার্সেলোনাকে ফেবারিট বলার কোনো উপায় নেই। ফরাসি স্ট্রাইকার যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এছাড়াও মার্কো অ্যাসেনসিও-উসমান দেম্বেলের মতো ফুটবলাররা তো আছেনই।

ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে  বার্সেলোনা কোচ বলেন, ফুটবলের বড় ধরনের লড়াই হতে যাচ্ছে। পিএসজির কাছ থেকে বল ছিনিয়ে নিতে চাইবো এবং ম্যাচটি জেতার চেষ্টা করবো। আশা করি, নিজেদের সেরাটা দিতে পারবো।

জাভি আরও বলেন, ১ম লেগে জয় পেয়েছি বলে সহজ ম্যাচ হবে ভাবার সুযোগ নেই। আমাদের আরও বেশি লড়াই করতে হবে। প্যারিসের ম্যাচটির চেয়েও ভালো পারফরম্যান্স চাই আমি। আশাকরি লড়াকু সেরা একাদশ নিয়ে মাঠে নামবো।

বার্সেলোনা এই ম্যাচেও রাফিনহা, লেভানদোভস্কি আর ইয়ামেলকে নিয়ে আক্রমণ ভাগ সাজাবে। মাঝ মাঠে আসবে পরিবর্তন। কারণ ১ম লেগে হলুদ কার্ড দেখায় এই ম্যাচ মিস করবেন সার্জিও রবার্তো। সেই সাথে একই সমস্যায় ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের সার্ভিসও পাবে না জাভির দল।

তবে লা লিগার সবশেষ ম্যাচ মিস করলেও জাও ক্যান্সেলো, ইনিগো মার্টিনেজ ও পেদ্রিরা প্রস্তুত আছেন পিএসজির বিপক্ষে মাঠে নামতে। ফ্রান্সের ক্লাবটির বিপক্ষে অতিত রেকর্ডও খুব সমৃদ্ধ বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে আগের ৯ দেখায় মাত্র দুই বার হেরেছে বার্সা। বিপরিতে চার জয় আর তিন ড্র আছে কাতালান ক্লাবটির।

প্রথম লেগে বার্সেলোনার কাছে হারের পর ২৭ ম্যাচ অপরাজিত থাকার পথচলা থেমেছে পিএসজির। দ্বিতীয় লেগে লামিনে ইয়ামালদের হারিয়ে সেই প্রতিশোধ নেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে এমবাপ্পে-দেম্বেলেরা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply