১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ডর্টমুন্ড

|

প্রায় ১১ বছরের অপেক্ষা। ওয়েম্বলিতে ২০১৩ সালের সেই অল জার্মান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর ডর্টমুন্ডকে আর দেখা যায়নি শেষ চারে। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়ে সেমিতে উঠে গেছে এই জার্মান জায়ান্ট ক্লাব।

আগের লেগ ২-১ ব্যবধানে হেরে গেলেও হোম ম্যাচে বেশ উজ্জীবিত ছিলো ডর্টমুন্ড। ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে পুরো ম্যাচ জুড়ে সেই রেশ ধরেও রেখেছিলো হলুদ-কালোরা। দু’বার যথাক্রমে ৫ ও ৩ মিনিটের ব্যাবধানে জোড়া আঘাতে দিয়েগো সিমিওনের দলকে এবারের মৌসুম থেকে নকআউট করলো হলুদ-কালোরা।

সিগনাল ইদুনা পার্কের ইয়োলো ওয়াল ফুটবল ফ্যানদের কাছে বেশ পরিচিত। আগুন আর ধোঁয়ার মিশেলে যেকোনো অ্যাওয়ে ম্যাচ খেলা দলকে ভয়ংকর চাপে ফেলে দেয় ডর্টমুন্ডের সমর্থকেরা।

আগামী ২৯ এপ্রিল ও ৬ মে সেমির দুই লেগে মুখোমুখি হবে পিএসজি-ডর্টমুন্ড।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply