চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ক্লিনশিটের রেকর্ড গড়লেন নয়্যার

|

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ক্লিনশিটের রেকর্ড গড়লেন ম্যানুয়েল নয়্যার। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ইকার ক্যাসিয়াসকে টপকে ৫৮টি ক্লিনশিট নিয়ে এখন তালিকার শীর্ষে বায়ার্ন মিউনিখ ও জার্মান এই তারকা গোলকিপার।

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের একটি ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারায় বাভারিয়ানরা। আর এই ম্যাচের পরেই ক্যাসিয়াসের সাথে যৌথভাবে ৫৭টি ক্লিনশিটের রেকর্ড ভেঙে এককভাবে তালিকার চূড়ায় উঠে আসেন নয়্যার।

উল্লেখ্য, ক্যাসিয়াস ও নয়্যারের পরের অবস্থানে রয়েছেন ইতালিয়ান কিংবদন্তি ও জুভেন্টাস তারকা বুফন। তার ক্লিনশিটের সংখ্যা ৫২টি। এ তিনজন ছাড়া আর কেউই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অর্ধশত ক্লিনশিটের মাইলফলকে পৌঁছাতে পারেনি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply