বৃষ্টি নিয়ে সর্বশেষ যে তথ্য দিলো আবহাওয়া অধিদফতর

|

তীব্র দাবদাহে ভোগান্তি-অস্বস্তিতে জনজীবন। আবহাওয়া অফিসের আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে নেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা।

সবশেষ বুলেটিন অনুসারে, রাজধানী ঢাকায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে আদ্রতা বেশি হওয়ায় সেটি অনুভূত হচ্ছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সহসা কাটছে না তাপপ্রবাহের দাপট। এখন পর্যন্ত বৃষ্টিপাত নিয়ে কোনো সুখবর নেই। সপ্তাহের শেষদিকে সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও; পুরো দেশে স্বস্তির কোনো আশ্বাস দেয়নি অধিদফতর।

সবশেষ তথ্য অনুসারে, চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, বেসামাল গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেকে; যাদের বেশিরভাগই শিশু। এ সময়, নিউমোনিয়া আর ডায়রিয়ার মতো রোগ বাড়ছে। তাই ঘনঘন পানি পানের পাশাপাশি স্বাস্থ্যর প্রতি বিশেষ নজর দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply