মুম্বাই বিমানবন্দরে নুডলসের প্যাকেটে কোটি টাকার সোনা ও হীরা পাচার, আটক যাত্রী

|

ভারতের মুম্বাই বিমানবন্দরে নুডলসের প্যাকেটে পাওয়া গেলো কোটি টাকার সোনা ও হীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্যুটকেসের ভেতরে নুডলসের প্যাকেটের মধ্যে থেকে উদ্ধার কার হয় সোনা এবং হীরা। উদ্ধারকৃত হীরা ও স্বর্ণের মোট বাজারমূল্য ৬ কোটি ৪৬ লাখ ভারতীয় রুপি। 

এছাড়াও, কলোম্বো থেকে মুম্বাই আসা বিদেশী পর্যটকের অন্তর্বাসের ভিতরে লুকানো অবস্থায় পাওয়া যায় ৩২১ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করে হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

অন্যদিকে, দুবাই ও আবুধাবি, বাহরাইন, দোহা, রিয়াদ, মাস্কাট, ব্যাংকক এবং সিঙ্গাপুর থেকে থেকে ভ্রমণকারী ১০ জন ভারতীয় নাগরিকের কাছ থেকে ৪ কোটি মূল্যের ৬ কেজি  ১৯৯ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৪০ লাখ ভারতীয় রুপি।

উল্লেখ্য, এতো বিপুল পরিমাণ সোনা ও হীরা কোথায় পাচার করছিলো অভিযুক্তরা, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply