জুনিয়র সাকিবের রেকর্ডময় বোলিংয়ে তছনছ নেপালের টপ অর্ডার

|

মাত্র ১০৭ রানের টার্গেট দিয়ে ফিল্ডিংয়ে নেমে বিশেষ কিছু করার চেষ্টায় ছিলেন টাইগার বোলাররা। সেটাই করে দেখালেন তানজিম হাসান সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে এক ইনিংসে দুই মেডেন নেয়ার রেকর্ড গড়ার পাশাপাশি চার ওভারে রান দিয়েছেন ৭। উইকেট তুলে নিয়েছেন চারটি।

অথচ ব্যক্তিগত প্রথম বলেই চার খেয়ে বসেন এই বোলার। ওই ওভারে দেন ৫ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে তিন বলের ব্যবধানে শিকার করেন দুই উইকেট। তার ফুলটস মিস করে বোল্ড হন নেপালের ওপেনার কুশল। এক বল পর তুলে মারতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন অনিল শাহ। জোড়া উইকেটের সঙ্গে মেডেন নেন তানজিম।

পরের ওভারে নেপালের অধিনায়ক রোহিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন রিশাদ হোসেনের হাতে। তৃতীয় শিকারে উল্লাসে মাতেন জুনিয়র সাকিব।

নিজের শেষ ওভারে চতুর্থ শিকার করেন তানজিম সাকিব। সেই ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন সুন্দীপ জোরা। ৪ ওভারে ৭ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। এরমধ্যে টানা ১৭টি বল ডট দেন এই পেসার। ২৪ বলের মধ্যে মোট ডট বল করেন ২১টি। গড়ে ওভারপ্রতি রান দিয়েছেন ১ দশমিক ৮০ হারে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply