অস্বচ্ছলদের হক পূরণে একইস্থানে ৩২‌টি পশু কোরবা‌নি গ্রামবাসীর

|

রাজবাড়ী করেসপনডেন্ট:

ঈদের আনন্দ ভাগাভাগি এবং সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের হক পূরণের উদ্দেশে একই স্থানে ১২টি গরু ও ২০‌টি খা‌সিসহ মোট ৩২‌টি পশু কোরবা‌নি করেছেন রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়নের বোয়ালমারি গ্রামের বাসিন্দারা।

‌সোমবার (১৭ জুন) সকালে ঈদের নামাজ আদায় শেষে ইউনিয়নের বোয়ালমা‌রি গ্রামের বাসিন্দারা প্রামাণিক বাড়ির পাশে এক সা‌থে ১২‌টি গরু ও ২০‌টি খা‌সি কোরবা‌নি করা হয়। কেউ পেশাগতভাবে কসাই না হলেও এক‌দি‌নের কসাই নাম দিয়ে অনেকে মাংস কাটাকা‌টিতে যোগ দেন।

খানগঞ্জ ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান সোহান ও সাবেক চেয়ারম্যান আব্দুল মা‌লেক প্রামাণিকের নেতৃত্বে এজন্য সমা‌জের অসহায়, দুস্থ ও গ‌রিব মানু‌ষের না‌মের তা‌লিকা হয়। মাংস কাটার পর তা মেপে প্যাকেট করে তা‌লিকা অনুযায়ী গ্রামবাসীসহ আশপাশ থেকে আসা গ‌রিব মানু‌ষের মাঝে বিতরণ করা হয়।

জানা‌ গে‌ছে, প্রায় ৪০ থেকে ৫০ বছর ধ‌রে এই বোয়ালমা‌রি গ্রা‌মের মানুষ প্রামাণিক বাড়ির পাশে একসা‌থে পশু কোরবা‌নি ক‌রে আস‌ছেন।

/এটিএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply