আনার হত্যা: সফল হয়নি গ্যাস বাবুর মোবাইল উদ্ধার অভিযান

|

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেয়া মোবাইলসহ আলামত উদ্ধারে ঝিনাইদহে অভিযান চালিয়েছে গোয়েন্দা সদস্যরা (ডিবি)। তবে মোবাইল উদ্ধারে এখনও কোনো সফলতা আসেনি। ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদ এই অভিযান পরিচালনা করছেন।

বুধবার (২৬ জুন) সকাল ১১টার দিকে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় গ্যাস বাবুকে। সেখানের একটি পুকুরে জেলে নামিয়ে চালানো হয় মোবাইল উদ্ধার অভিযান। পরে শহরের স্টেডিয়াম এলাকার অপর একটি পুকুরেও অভিযান চালায় তারা।

অভিযানের একপর্যায়ে ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, এ হত্যা মামলায় মোট ৭ জন অংশ নেয়। তাদের মধ্যে ৫ জনকে আমরা গ্রেফতার করা হয়েছে। বাকি দুই জনকে গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

তবে দুপুর আড়াইটার দিকে অভিযান আজকের মত সমাপ্ত ঘোষণা করা হয়। অভিযান চলামান থাকবে বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply