সীমান্তে যেকোনো অপরাধ দমনে বিজিবি তৎপর: মহাপরিচালক

|

সীমান্তে যেকোনো অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদা তৎপর বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে চট্টগ্রামের বাইতুল ইজ্জতে বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পুরো প্যারেড ঘুরে দেখেন বিজিবি মহাপরিচালক। এসময় বিজিবির নতুন সদস্যরা সশস্ত্র সালাম জানান তাকে।

বিজিবি মহাপরিচালক নবীন সৈনিকদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিজিবিপ্রধান বলেন, সীমান্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিজিবি। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে যাতে সীমান্তে কোনো বাংলাদেশি আক্রান্ত না হয়, সেজন্য দেশটির সরকার ও বিদ্রোহীদের সঙ্গে কথা বলা হয়েছে।

উল্লেখ্য, বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ১৪ জানুয়ারি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজে (বিজিটিসিএন্ডসি) শুরু হয়। সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে নতুন করে ৩৬ নারীসহ ৫৫৬ জন সৈনিক যুক্ত হলো বাহিনীতে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply