ছবিতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

|

নিয়ম অনুযায়ী ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা থাকলেও, গত ১৯ মে (রোববার) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়ায় প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ায় আগাম নির্বাচন হচ্ছে আজ। শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় শুরু হবে ভোটাভুটি, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সিনিয়র কর্মকর্তাদের মধ্যে কয়েকজন নির্বাচনে তাদের ভোট দিয়েছেন।

শুক্রবার সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের নির্বাচনে ইরানের অভ্যন্তরে ও বাইরে মোট ৬১ মিলিয়ন মানুষ ভোট দেয়ার যোগ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদির মতে, গোটা ইরান জুড়ে প্রায় ৬০ হাজার ভোট কেন্দ্র ও ৯০ হাজার “ভোটিং পয়েন্ট” স্থাপন করা হয়েছে, যাতে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে পুরো ইরানে টহল দিচ্ছে পুলিশ।

এবারের নির্বাচনে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইরানিরা ভোটে অংশগ্রহণ করছেন। বিভিন্ন দেশে ইরানের দূতাবাসে ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

তেহরানের একটি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি। ছবি: ইরান ইন্টারন্যাশনাল।
তেহরানের একটি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানিও। ছবি: ইরান ইন্টারন্যাশনাল।
নির্বাচনের দিনের দুই দিন আগে অন্যান্য ‘আদর্শবাদী’ প্রার্থীদের সমর্থনে নির্বাচনী দৌড় থেকে সরে এসেছিলেন কট্টরপন্থী আমির-হোসেন গাজিজাদেহ হাশেমি। তেহরানের ভোটকেন্দ্রে তিনি এসে ভোট দেন। ছবি: ইরান ইন্টারন্যাশনাল।
ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী মোস্তফা পুরমোহাম্মাদি। ছবি: ইরান ইন্টারন্যাশনাল।

ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী সাইদ জালিলি। ছবি: ইরান ইন্টারন্যাশনাল।
প্রেসিডেন্ট প্রার্থী মাসুদ পেজেশকিয়ান একটি ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন। ছবি: ইরান ইন্টারন্যাশনাল।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। ছবি: ইরান ইন্টারন্যাশনাল।
প্রেসিডেন্ট প্রার্থী মোহাম্মদ বাঘের গালিবাফ ভোট দেন তেহরানের একটি ভোটকেন্দ্রে। ছবি: ইরান ইন্টারন্যাশনাল।
সেমনের মানুষ তাদের ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ছবি: তেহরান টাইমস।
ভোট দিচ্ছেন এক ইরানি ভোটার। আরেকজন ভোটার প্রিয় নেতা ইব্রাহিম রাইসি’র ছবি ফ্রেমে করে নিয়ে এসেছেন। ছবি: তেহরান টাইমস।
দুই সন্তান ধরে রেখেছে ইরানের পতাকা। আর প্রিয় নেতার পোস্টার নিয়ে দাঁড়িয়ে বাবা। ছবি: তেহরান টাইমস।
প্রিয়ো শিশুটিকে নিয়ে ভোট দিতে এসেছেন এক ইরানি মা। ছবি: তেহরান টাইমস।
ভোটকেন্দ্রে মা এসেছেন ভোট দিতে। সঙ্গে নিয়ে এসেছেন প্রয়ো কন্যাকে-ও। ছবি: তেহরান টাইমস।
সুইডেনের স্টকহোমে ইরানি নাগরিকরা ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোট দিচ্ছেন। ছবি: তেহরান টাইমস।
সাউথ কোরিয়ায় ভোট দিচ্ছেন ইরানিরা। ছবি: তেহরান টাইমস।
ধর্মীয় সংখ্যালঘু নেতারা তেহরানে ভোট দিতে আসেন। ছবি: তেহরান টাইমস।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply