ভারতে হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩

|

ছবি- সংগৃহীত।

ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যাত্রীবোঝাই একটি মিনিবাস হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে কর্ণাটকের পুনে-ব্যাঙ্গালোর হাইওয়েতে একটি মিনি বাস পার্ক করে রাখা একটি ট্রাককে ধাক্কা দিলে ১৩ জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১১ জন মারা গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

শুক্রবার ভোররাত পৌনে চারটায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটির হাভেরি জেলার গুন্ডেনাহাল্লি ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ১৭ জন যাত্রী ওই মিনি বাসে করে ভ্রমণ করছিলেন।

নিহতরা শিবমোগার বাসিন্দা এবং তীর্থযাত্রার জন্য তারা বেলাগাভি জেলায় গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply