সাত বছরের আক্ষেপ ঘুচলো জার্মানির

|

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ডেনমার্ককে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে জার্মানি। এই ম্যাচে জয় দিয়ে দীর্ঘ ৭ বছর পর নিজেদের অপেক্ষার অবসান ঘটালো ডিম্যানশিফটরা। ২০১৭ সালের ফিফা কনফেডারেশন কাপ জয়ের পর যতগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছে তারা,সেখানে একটাও নকআউট ম্যাচ জিততে পারেনি জার্মানি। এমনকি জেতা তো দূরের কথা, গত ইউরোতে সবশেষ ওই একবারই নকআউটে উঠেছিল তারা।

২০২০ ইউরো অনুষ্ঠিত হয় ২০২১ সালে। পুরো ইউরোপব্যাপী অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে জার্মানি রাউন্ড অব সিক্সটিনে উঠলেও ইংলিশদের কাছে হেরে আসর শেষ করে তারা। গত কয়েক বছরে অনুষ্ঠিত সবগুলো টুর্নামেন্টেই বাজে ফলাফল জার্মানদের। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে নকআউট পর্বে উঠতেই পারেনি তারা। জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকোর মতো দলের কাছে হেরে ব্যাক টু ব্যাক বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয় ফিলিপ লাম, অলিভার কান, বাস্তিয়ান সোয়েন্সটাইগারদের উত্তরসূরীরা। তাই কনফেডারেশন কাপের ফাইনালে চিলির বিপক্ষে সেই জয়ের পর এটিই তাদের প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট ম্যাচ জয়।

উল্লেখ্য, শুক্রবার (৫ জুলাই) রাতে স্পেন-জর্জিয়া ম্যাচের জয়ী দলের বিপক্ষে শেষ আটের ম্যাচ খেলতে নামবে জার্মানরা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply