‘আগ্রাসনের পর মিসরে আশ্রয় নিয়েছে ১ লাখ ১৫ হাজার ফিলিস্তিনি’

|

ফাইল ছবি

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত মিসরে আশ্রয় নিয়েছে ১ লাখ ১৫ হাজার ফিলিস্তিনি। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আশ্রয় নেয়া এসব ফিলিস্তিনিরা বেশিরভাগই ইসরায়েলি হামলায় গুরুতরভাবে আহত। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাদের পাঠানো হয়েছিল মিসরে। বিদেশি দূতাবাস ছাড়াও মিসরের বিভিন্ন স্থানীয় ট্রাভেল এজেন্সির মাধ্যমেও দেশটিতে আশ্রয় নিয়েছেন বহু ফিলিস্তিনি। এসব এজেন্সির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও করেছেন বাস্তুচ্যুতরা।

প্রতিবেদনে আরও বলা হয়, আশ্রয়গ্রহণকারী ফিলিস্তিনিরা দুর্বিষহ দিন পার করছেন মিসরে। তাদের কোনো পরিচয়পত্র না থাকায় অন্যত্র যাওয়ার সুযোগও নেই।

প্রসঙ্গত, গত বছর অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনির সংখ্যা ১৫ লাখেরও বেশি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply