নারীর শিক্ষা ও অগ্রযাত্রায় সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে: প্রধানমন্ত্রী

|

বেগম রোকেয়া পথ দেখিয়ে গেছেন। সেই পথ ধরেই নারীরা এতোটা এগিয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোকেয়া পদক-২০১৮ প্রদান ও আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ২০১৮ সালের বেগম রোকেয়া পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর মরণোত্তর বেগম রোকেয়া পদক দেয়া হলো একাত্তরের জননী খ্যাত বীরাঙ্গনা রমা চৌধুরীকে।

এছাড়া মরণোত্তর এই পদকটিতে ভূষিত হয়েছেন রোকেয়া বেগম। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে ভূমিকার রাখার জন্য এবছর সম্মানজনক পদকটি পান জিনাতুন নেসা তালুকদার, অধ্যাপক জোহরা আনিস ও শীলা রায়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নারী শিক্ষা ও তাদের অগ্রযাত্রায় এ সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। বিনামূল্যে শিক্ষা, উপবৃত্তি কার্যক্রম এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৩৮তম জন্ম এবং ৮৬তম মৃত্যুবার্ষিকী আজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply