সোহরাওয়ার্দী হাসপাতালের অগ্নিকাণ্ডে ৭ সদস্যের তদন্ত কমিটি

|

সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ড একটি দুর্ঘটনা। তারপরও আগুনের কারণ খুঁজে বের করতে ৭ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সকালে নিজ বাসায় সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো জানান, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। মন্ত্রী বলেন, আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবন দ্রুত মেরামত করা হবে। তিনি জানান, দুর্ঘটনা রোধে দেশের হাসপাতালগুলোর ফায়ার ফাইটিং সিস্টেম আধুনিক করা হবে।

সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রী, আগুনের ঘটনায় সাহায্যকারীদের ধন্যবাদ জানিয়েছেন। বায়োমেট্রিক পদ্ধতিতে কর্মস্থলে ডাক্তাদের উপস্থিতির বিষয়ে ডাক্তারদের বায়োমেট্রিক নিশ্চিত করা হচ্ছে। কেউ সময়মত উপস্থিত না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া প্রত্যেক উপজেলায় ৬ জন জরুরি মেডিকেল অফিসার পাঠানো হবে বলেও জানান, স্বাস্থ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply