গুগলকে ফের বড় অঙ্কের জরিমানা

|

বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে গুগল। এ নিয়ে গত দুই বছরে তৃতীয়বারের মতো জরিমানার মুখে পড়তে হলো প্রতিষ্ঠানটিকে। এবার জরিমানার পরিমাণ ছিলো ১৭০ কোটি ডলার। এ খবর দিয়েছে রয়টার্স। বুধবার ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট নীতিনির্ধারকরা এই জরিমানা করেন।

প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সার্চ আর বিজ্ঞাপন বন্ধ করে নিজেদের কেনাকেটার সেবায় বাড়তি সুবিধা নেয়ার কারণে এ জরিমানা করেন ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট নীতিনির্ধারকরা।

ইইউ বিভিন্ন সময় অভিযোগ করে আসছে, গুগল ইন্টারনেট জগতে নিজেদের আধিপত্যের সুযোগ নিয়ে অনৈতিকভাবে তাদের নিজস্ব সেবাকে বাড়তি সুবিধা দিয়ে প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করছে।

এর আগে ২০১৮ ও ২০১৭ সালেও এরকম দুই অভিযোগে মোট ৭৭০ কোটি ডলার জরিমানা গুণতে হয়েছিল গুগলকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply