শুরু হলো ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ

|

শুরু হলো ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

গুরুত্বপূর্ণ ১৮টি রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত দুটি অঞ্চল লাক্ষ্যাদ্বীপ এবং আন্দামান-নিকোবরে চলছে ভোটগ্রহণ।

রাজ্যগুলোয় ৯১ আসনের বিপরীতে লড়ছেন ১ হাজার ২৬৬ জন প্রার্থী। এছাড়া, প্রথম দফায় চারটি রাজ্যের বিধানসভার জন্যেও ভোটপ্রয়োগ করবেন ভারতীয়রা। যার অন্যতম- অন্ধ্রপ্রদেশ। ২০১৪ সালে, বিভক্ত হয়ে যাওয়ার পর এটাই রাজ্যটির প্রথম লোকসভা ও বিধানসভা নির্বাচন। এবার, ভারতে মোট ভোটারের সংখ্যা ৯০ কোটি; যাদের বড় অংশই তরুন। ৫৪৩ আসনের লোকসভায় সরকার গঠনে প্রয়োজন ম্যাজিক ফিগার ২৭২। সাত দফায় ভোটগ্রহণ শেষে, ২৩ মে একযোগে ফল প্রকাশিত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply