নাগরিকদের লেবানন ত্যাগ করার নির্দেশ সৌদি আরবের

|

সৌদি নাগরিকদের লেবাননে ভ্রমণে না করার পরামর্শ দিয়েছে সৌদি সরকার। এমনকি লেবাননে যে সব সৌদি নাগরিক বাস করছে তাদের খুব দ্রুত দেশত্যাগের ঘোষণা দিয়েছে।

সৌদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোর্স দিয়ে গণমাধ্যম এসপিএ জানায়,  লেবাননের বর্তমান পরিস্থিতির কারণে সৌদি নাগরিকদের লেবাননে ভ্রমণ না করতে সতর্কতা আরোপ করা হয়েছে। এমনকি যারা লেবাননে অবস্থান করছে তাদেরকে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে লেবাননের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরবে বন্দী করে রাখা হয়েছে বলে দাবি করেছেন লেবানন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা। তবে সৌদি সরকার এবং সাদ হারিরির ঘনিষ্টজন লেবানন সরকারের এমন দাবি অস্বীকার করেছেন। যদিও এ বিষয়ে এখনো হারিরির নিজের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত শনিবার সৌদি আরবে এসে হুট করে পদত্যাগের ঘোষণা দেন লেবানিজ প্রধানমন্ত্রী। তাকে হত্যার ষড়যন্ত্রের মুখে নিরাপত্তাহীনতার কারণে এই পদত্যাগ বলে জানান তিনি। বিশ্লেষকদের ধারণা, ইরান-সৌদি আঞ্চলিক দ্বন্দ্বের জেরে রিয়াদের চাপের মুখে জোট সরকার ছাড়তে বাধ্য হয়েছে মিত্র হারিরি।

টিবিজেড/

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply