অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা পুনঃতদন্তের ঘোষণা সুইডেনের

|

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলার পুনঃতদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে সুইডেন। বাদী পক্ষের আইনজীবীর অনুরোধে দেশটির কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে বলে আজ বিবিসি জানিয়েছে।

অ্যাসাঞ্জ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে আশ্রয়ে থাকায় এতোদিন মামলাটি নিয়ে অগ্রসর হতে পারেনি সুইডেন। তবে গত মাসে ইকুয়েডর অ্যাসেঞ্জের রাজনৈতিক আশ্রয় বাতিল করে লন্ডনে পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেয়।

এ কয়েক সপ্তাহের মধ্যে ধর্ষণ মামলাটি নতুন করে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিলো সুইডিশ কর্তৃপক্ষ। যদিও অ্যাসাঞ্জ শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছেন।

২০১০ সালের ২০ আগস্ট সুইডেন অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির দুইটি অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে একদিনের মাথায় প্রত্যাহার তা করে নেয়। পরে একই বছর আবারও আন্তর্জাতিক পরোয়ানা জারি করা হয়। ওই বছরই লন্ডনের আদালতে আত্মসমর্পণের ১০ দিনের মাথায় জামিন পান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply