গাজীপুরের আগুনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ

|

গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় একটি অটো স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের শ্রীপুর ও ভালুকার ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ আগুন লাগে। পানি সঙ্কটের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়রা জানান, কারখানাটির আশেপাশে প্রায় এক কিলোমিটারের মধ্যে কোনো পুকুর নেই। বিকল্প পানি না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের কারখানার উল্টোপাশের মেঘনা সাইকেল কারখানা থেকে পানি আনা লাগছে। যার কারণে মহাসড়কের উপর পানির পাইপ রাখা হয়েছে। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জানান, দুপুর আড়াইটার দিকে ফরিদপুর এলাকায় অটো স্পিনিং লিমিটেডে আগুন লাগে। গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিকল্প পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে। খবর পেয়ে শ্রীপুর, ভালুকা ও উত্তরা ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভানো কাজে যোগ দেয়। উদ্ধার হয় রাসেল নামে এক নিরাপত্তা রক্ষীর মৃতদেহ।

তিনি আরো বলেন, পানি সংকটের পাশাপাশি কারখানার অভ্যন্তরীণ রাস্তাও সংকীর্ণ হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply