ওমর, মেহবুবাসহ শীর্ষ কাশ্মিরি নেতারা গৃহবন্দি

|

রবিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলায় ১৪৪ ধারা জারি করল জম্মু ও কাশ্মীর সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ধারা জারি থাকবে। ১৪৪ ধারা জারি করার কিছুক্ষণ আগে গৃহবন্দি করা হয় রাজ্যের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্বকে, যাঁদের মধ্যে রয়েছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এবং মেহবুবা মুফতি। এই পদক্ষেপের আঁচ যে আগেই পাওয়া গেছে, তার প্রমাণ মিলেছিল ওমর আব্দুল্লার টুইট থেকেই।

সরকারি নির্দেশে বলা হয়েছে, “কোনোরকম জনসমাগম হবে না, এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।” নির্দেশ মোতাবেক সবরকম জনসভা অথবা সমাবেশও নিষিদ্ধ থাকবে যতদিন না নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

কিছু নির্দিষ্ট এলাকায় পরিষেবা কর্মকর্তাদের আইডেন্টিটি কার্ডই মুভমেন্ট পাস হিসেবে বিবেচিত হবে।

রবিবার সন্ধ্যারাতে শ্রীনগরে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা, যদিও ব্রডব্যান্ড ইন্টারনেট সচল ছিল। পরে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড এবং কেবল টিভি পরিষেবাও। জম্মু জোনে পুলিশের ইন্সপেক্টর জেনারেল মুকেশ সিং জানান, শ্রীনগর শুধু নয়, জম্মু জুড়েও বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply