‘কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে’ প্লটের আবেদন প্রত্যাহার চাইলেন রুমিন

|

বিএনপি মনোনীত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা পূর্বাচলে নিজের জন্য ১০ কাঠার প্লট চেয়ে আবেদন প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি এই প্রত্যাহার আবেদন করেন। এরআগে রুমিন ফারহানা গত ৩ আগস্ট গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের কাছে পাঠানো এক চিঠিতে প্লটের আবেদন করেন।

জাতীয় সংসদের প্যাডে পাঠানো আবেদন প্রত্যাহারের চিঠিতে রুমিন ফারহানা লিখেন, আমার দল বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি) এর তৃণমূল নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের অনভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমার পূর্বাচলের প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি।

এর আগে গত ৩ আগস্ট করা প্লট আবেদনে তিনি লেখেন- ‘ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লটের প্রয়োজন। ঢাকা শহরে আমার কোন জায়গা/ফ্ল্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য কোন ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।’

বিএনপির নেত্রী ও জাতীয় সংসদের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার আবেদন নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হলে তিনি বলেন, ‘হ্যাঁ আমি আবেদন করেছি। এটা হচ্ছে রাষ্ট্রীয় সুবিধা। কোনো সরকারের কাছে চাওয়া না। রাষ্ট্রের কাছে চেয়েছি। রাষ্ট্রীয় পদের কারণে বেশ কিছু অধিকার হয়- গাড়ি, প্লট ইত্যাদি।’

আবেদনের এই চিঠি কীভাবে বাইরে এলো, সে প্রশ্ন তুলে রুমিন ‘কিন্তু আমি জানতাম না কোনো মন্ত্রণালয় থেকে কোনো চিঠি এভাবে বের হয়। আবেদন তো শুধু আমি করিনি। অন্যরাও করেছেন। বাকিদের চিঠি কেন ভাইরাল করা হলো না? এটা বিরোধী মতকে নগ্নভাবে তুলে ধরার নামান্তর।’

গত ৯ জুন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন নিয়ে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা শপথ নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply