কালকিনি পৌরসভা নির্বাচন: দুই কেন্দ্রে সংঘর্ষ-বোমা বিস্ফোরণ

|

কালকিনি পৌরসভা নির্বাচন: দুই কেন্দ্রে সংঘর্ষ-বোমা বিস্ফোরণ

স্থগিত হওয়া মাদারীপুরের কালকিনি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। ইভিএমের মাধ্যমে নেয়া হচ্ছে ভোট।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বোমা বিস্ফোরণ ঘটনো হয়। ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। এলাকায় টহল দিচ্ছে বিজিবি।

এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। প্রথমদিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি।

চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারিত থাকলেও অনুকূল পরিবেশ না থাকায় ৩১ মার্চ ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ইসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply