কাঁদলেন নাফিসা কামাল

|

বিপিএলের ফ্রাঞ্চাইজি না পাওয়ায় আবেগ ধরে রাখতে পারলেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সত্ত্বাধিকারী নাফিসা কামাল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিপিএলের আগামী আসরে যেকোনো ছাড় দিতে রাজি ভিক্টোরিয়ান্স। নিজেদের দাবি দাওয়া থেকে সরে এসে পাশে থাকতে চান গভর্নিং কাউন্সিলের সাথে।

এরআগে মঙ্গলবার বিসিবি থেকে সিদ্ধান্ত নেয়া হয় যে এবারের বিপিএল কোনো ফ্র্যাঞ্চাইজির অধীনে নয় বরং সরাসরি ক্রিকেট বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের হঠাৎ এমন সিদ্ধান্তে ভেঙ্গে পড়েন বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল।

গেল ৬ আসরের ৪টিতে অংশ নেয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকতে চায় আসন্ন বিপিএলেও। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী বছর হলেও এ উপলক্ষে তার নামে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলের আসর বসবে চলতি বছর ডিসেম্বরের ৬ তারিখেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply