বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন

|

অন্তর্ভূক্তিমূলক, সুষ্ঠু এবং আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানায় জোটটি। একই সাথে মানবাধিকার এবং গণতন্ত্র সমুন্নত রাখতেও বাংলাদেশ সরকারের প্রতি এ তাগাদা দেয় ইউরোপীয় ২৮ দেশের জোট ইইউ। বলা হয়েছে, উন্নয়ন করতে হলে, মানবাধিকার এবং গণতান্ত্রিক উন্নয়নের বিকল্প নেই। একই সাথে রোহিঙ্গা সংকট সাহসকিতার সাথে সামাল দেয়ায় প্রশংসা করা হয় শেখ হাসিনা সরকারের। মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা রক্ষায় জাতিসংঘের সার্বজনীন ঘোষণার ৭০ বছরে পদার্পণ উপলক্ষে এ বিবৃতি দেয় ইউরোপীয় ইউনিয়ন। ২০০১ সালে ইউরোপীয় ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দেয় উভয় পক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply